বাফুফের সহ-সভাপতি পদের পুন:নির্বাচনে জয়ী হয়েছেন মহিউদ্দিন আহমেদ মহি। ৬৭ ভোট পেয়ে প্রতিদ্বন্ধী তাবিথ আউয়ালকে হারান তিনি। ৬৩ ভোট পেয়েছেন তাবিথ। এর আগে সোনারগাও হোটেলে কাউন্সিলদের সভা অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলে এই ভোটগ্রহণ। এতে বেশীর ভাগ ভোটারই তাদের রায় দিতে উপস্থিত হন। গত ৩ অক্টোবরের নির্বাচনে সহ-সভাপতি পদে এই দুই প্রার্থী সমান ৬৫ ভোট পাওয়ায়, চতুর্থ সহ-সভাপতি পদে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হয়।