নভেল করোনা ভাইরাসের কারণে পিছিয়ে গেছে টোকিও অলিম্পিকের এবারের আসর। তাই ফের অলিম্পিকের স্বপ্ন দেখছেন দেশ সেরা গলফার সিদ্দিকুর রহমান। শনিবার বাংলাদেশ হকি ফেডারেশনে এক সংবাদ সম্মেলনে সিদ্দিক একথা জানান। তিনি বলেন, মহামারি করোনার কারণে আমাদের কোন টুর্নামেন্ট নাই। তাই এই সময়টা আমি কাজে লাগাতে চাই।
বাংলাদেশের প্রথম পেশাদার গলফার সিদ্দিক জানান, প্রফেশনাল গলফাররা সাধারণত এমন বিরতি পায় না। তাই এই ব্রেকটা আমি কাজে লাগাতে চাই। আমি ইউএসএ যেতে চাই ট্রেনিং এর জন্য। যা আমাকে অলিম্পিকে কাজে দেবে। এটা আমার জন্য অনেক বড় একটা সুযোগ। টোকিওতে আমার জন্য একটা বড় সুযোগ আছে। যা আমি মিস করতে চাই না। এই জন্য ট্রেনিংটা অনেক জরুরি।
তবে যুক্তরাষ্ট্রে প্রশিক্ষন নিতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন। যা বহন করা সিদ্দিকের একার পক্ষে বেশ কষ্টসাধ্যই। তাই তিনি বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কাছে প্রশিক্ষণের জন্য অর্থ সাহায্য চেয়েছন। সিদ্দিক বলেন, আমি অলিম্পিক এসোসিয়েশনের কাছে একটা স্কলারশিপের জন্য আবেদন করেছি। তারা যদি গ্রহণ করে তাহলে আমার ট্রেনিং অনেক সহজ হবে। আমি কম কম বাজেট ধরে অলিম্পিক এসোসিয়েশনের কাছে ১ লাখ ৬০ হাজার ইউএস ডলারের জন্য আবেদন করেছি।
তিনি আরো যোগ করেন, আমার ১০ মাসে ভিসা আছে। আমার স্ত্রীর ভিসা করতে দিয়েছি তা হলেই আমি প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্রে যাবো।