কোলকাতা নাইট রাইডার্সকে ৮ উইকেটে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএলে) পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরলো বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স।
কলকাতার দেয়া ১৪৯ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে রোহিত শর্মা ও কুইন্টন ডি ককের ৯৪ রানের উদ্বোধনী জুটি সহজ জয়ের পথ দেখায় মুম্বাইকে। রোহিত ৩৫ রানে বিদায় নিলেও ৪৪ বলে অপরাজিত ৭৮ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন ডি কক। তাতে ১৬ ওভার ৫ বলেই লক্ষ্যে পৌছে মুম্বাই।
এরআগে টস জিতে ব্যাট করতে নেমে ৪২ রানে ৪ উইকেট হারিয়ে শুরুতেই বিপর্যয়ে পড়ে কোলকাতা। তবে দুই অপরাজিত ব্যাটসম্যান ইয়ন মরগানের ৩৯ ও পাট কমিন্সের ৫৩ রানের ইনিংসে ১৪৮ রান করে ৫ উইকেট হারানো কোলকাতা।
শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামার আগেই নেতা বদল করে কেকেআর। প্রায় আড়াই বছর নাইটদের নেতৃত্ব দেওয়া দীনেশ কার্তিক এদিন সরে দাঁড়ান৷ টিম ম্যানেজমেন্ট ইয়ন মর্গ্যানের হাতে নেতৃত্ব তুলে দেয়৷ কিন্তু নাইটদের ভাগ্য ফিরেনি৷ মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ফের আত্মসমর্পণ করল কোলকাতা নাইট রাইডার্স।