‘ওয়ালটন অলরাউন্ডার উন্মুক্ত কারাতে (কাতা) প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ঝিকরগাছা এবং নারী বিভাগে খুলনা জেলা চ্যাম্পিয়ন হয়েছে।
পুরুষ বিভাগের চ্যাম্পিয়ন ঝিকরগাছা কারাতে অ্যাসোসিয়েশনের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন নয়ন ইসলাম রাতুল, শিমুল হোসেন ও নাজমুল সাকিব। এই বিভাগে রানার্স-আপও হয়েছে ঝিকরগাছা কারাতে অ্যাসোসিয়েশন। এই দলটির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন আল সিয়াম রহমান, আতিনুছ জামান ও নাভিদ আনোয়ার।
নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা জেলা। খুলনার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন ফাতেমা রহমান রিয়া, আদিবা ইবনাত ও রওশনারা রিচি। মহিলা দলগত বিভাগে রানার্সআপ হয়েছে ঝিনাইদহ জেলা। যেখানে ঝিনাইদহ জেলার হয়ে লড়েছেন সাদিয়া ইসলাম প্রভা, সাদিয়া ইসলাম প্রমি ও আরাফ আরফি।
এছাড়া ব্যক্তিগত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন নয়ন ইসলাম রাতুল, শিশু বিভাগে আল সিয়াম রহমান, জুনিয়র বিভাগে নাজমুল সাকিব, আর সিনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন শিমুল হোসেন।
খেলা শেষে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কৃত করেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক ও ঝিকরগাছার উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলামসহ অন্যান্যরা।
এবারের এই প্রতিযোগিতায় সাতটি জেলার শতাধিক ছেলে-মেয়ে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অংশ নিয়েছে। বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সহযোগিতায় দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নেওয়া জেলাগুলোর মধ্যে উল্লেখযোগ্য খুলনা, যশোর, ফরিদপুর ও ঢাকা।