প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উৎযাপন উপলক্ষে কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায়, সাউথ এশিয়ান চেস কাউন্সিলের আয়োজনে ও গোল্ডেন স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ক্যানাডিয়ান ইউনির্ভাসিটির কনফারেন্স রুমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি, সাউথ এশিয়ান দাবা কাউন্সিলের সভাপতি ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডিয়ান ইউনির্ভাসিটির চেয়ারম্যান ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি চৌধুরী নাফিজ সরাফাত, এশিয়ান দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসাম আল তাহির (ভার্চুয়ালি উপস্থিত ছিলেন), ঢাকা মহানগরীর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি আবু সাইদ চৌধুরী। বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক ডঃ শোয়েব রিয়াজ আলম ও গোল্ডেন স্পোর্টিং ক্লাবের সভাপতি মোহাম্মদ আমির আলী রানা।
অনুষ্ঠিত প্রথম হতে তৃতীয় রাউন্ডের খেলা শেষে ৬ জন খেলোয়াড় পূর্ণ ৩ পয়েন্ট করে নিয়ে শীর্ষে রয়েছেন। এরা হলেনঃ ভারতের গ্র্যান্ড মাস্টার সুর্য শেখর গাঙ্গুলী ও দিপ্তায়ন ঘোষ, বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ও ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ইন্দোনেশিয়ার গ্র্যান্ড মাস্টার মেঘারেন্ত সুসান্ত ও আন্তর্জাতিক মাস্টার প্রিয়াসমোরো নবেন্দ্র। আড়াই পয়েন্ট করে করে পেয়েছেন বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, ভিয়েতনামের গ্র্যান্ড মাস্টার ইয়েন নক থ্রং সন, ভারতের গ্র্যান্ড মাস্টার নারায়নান ও ডি গুকেশ, ফিলিপাইনের এন্টোনিও রোজালিও ও সিঙ্গাপুরের গ্র্যান্ড মাস্টার ভিলামেয়র ভুয়েনাভেনচেরা।
এ প্রতিযোগিতায় ১৭ জন গ্র্যান্ড মাস্টার অংশগ্রহণ করছেন। ৯ রাউন্ডস সুইস-লিগ পদ্ধতিতে এই ইভেন্টে ১৪ টি দেশের মোট ৭৪ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে মোট ছয় হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কার দেযা হবে।