রিয়াল বেটিসকে ৩-২ গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগায় কঠিন এক জয় পেলো রিয়াল মাদ্রিদ। আগের তিনবারের মুখোমুখি লড়াইয়ে জয় মেলেনি রিয়ালের। লা লিগায় সবশেষ পরাজয়ও তাদের বিপক্ষে। এমন প্রতিপক্ষের বিপক্ষে আবারও পরাজয়ের শঙ্কায় পড়েছিল রিয়াল মাদ্রিদ। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে মৌসুমে প্রথম জয়ের দেখা পায় জিনেদিন জিদানের দল।
প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে জয়ের লক্ষ্যে ম্যাচের শুরুতেই বল জালে পাঠিয়েছিলেন করিম বেনজেমা। তবে স্বদেশি ফেরলঁদ মঁদির ক্রস রিসিভের সময় ফরাসি ফরোয়ার্ড অফসাইডে থাকায় গোল পায়নি রিয়াল। সপ্তম মিনিটে থিবো কোর্তোয়ার নৈপুণ্যে বেঁচে যায় শিরোপাধারীরা। কর্নারে অরক্ষিত আন্তোনিও সানাবরিয়ার হেড দারুণ ক্ষিপ্রতায় রুখে দেন বেলজিয়ান গোলরক্ষক।
১৪ মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় রিয়াল। সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারের বাধা এড়িয়ে ডান দিকের বাইলাইন থেকে ছয় গজ বক্সে বল বাড়ান বেনজেমা। আর প্রথম ছোঁয়ায় কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন ভালভেরদে।
পরের মিনিটে ব্যবধান দ্বিগুণও হতে পারতো। কিন্তু ফাঁকায় বল পেয়ে লক্ষ্যভ্রষ্ট শটে হতাশ করেন সের্জিও রামোস। পাঁচ মিনিট পর ডি-বক্সে ঢুকেই বেটিস ফরোয়ার্ড নাবিল ফেকিরের নেওয়া কোনাকুনি শটে বল পোস্টের পাশ দিয়ে দিয়ে বেরিয়ে যায়।
ধীরে ধীরে ছন্দ হারিয়ে ফেলে রিয়াল মাদ্রিদ। তাদের ওপর চাপ বাড়ায় বেটিস। দ্রুত সাফল্যও পায় তারা; দুই মিনিটে দুবার জালে বল পাঠিয়ে এগিয়ে যায় তারা। ৩৫ মিনিটে ডান দিক থেকে কানালেসের ছোট ডি-বক্সে বাড়ানো ক্রসে লাফিয়ে হেডে বল জালে পাঠান আলজেরিয়ার ডিফেন্ডার এইসা মান্দি।
বেতিসের দ্বিতীয় গোলে কিছুটা দায় আছে গত মৌসুমে দুর্দান্ত খেলা কোর্তোয়ার। পর্তুগিজ মিডফিল্ডার উইলিয়াম কারবাইয়োর শট গোলরক্ষকের হাত ছুঁয়ে কাছের পোস্ট দিয়ে জালে জড়ায়।
দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে প্রতিপক্ষের ভুলে সমতায় ফেরে রিয়াল। বেনজেমার উদ্দেশে দানি কারভাহালের বাড়ানো পাস ঠেকাতে গিয়ে নিজেদের জালে ঠেলে দেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার এমেরসন।
আক্রমণ-পাল্টা আক্রমণে চলা ম্যাচে টার্নিং পয়েন্ট হয়ে আসে একটি ফাউলের ঘটনা। প্রতি-আক্রমণে ছুটে যাওয়া লুকা ইয়োভিচকে পেছন থেকে ফাউল করায় দীর্ঘক্ষণ ভিএআরে দেখে এমেরসনকে লাল কার্ড দেখান রেফারি।
৮২ মিনিটে রামোসের নেয়া স্পট কিকে এগিয়ে যায় রিয়াল। নিজেদের বিপদ সীমায় বেটিসের মার্ক বার্ত্রা, ভালভেরদেকে ফাউল করলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি। শেষ দিকে খেলার গতি কমে আসে। বেটিস পারেনি আগের ছন্দ ধরে রাখতে। তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি রিয়ালও।
দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে রিয়ালের পয়েন্ট ৪। বেটিসের সমান ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে গ্রানাদা।