লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়া দশ বছরের মধ্যে প্রথমবারের মতো উয়েফা বর্ষসেরা পুরষ্কারের চূড়ান্ত শর্টলিস্ট প্রকাশ করেছে। গত দশ বছরে এবারই প্রথম তারা এই পুরস্কারের তালিকা থেকে বাদ পড়লেন। আর পুরস্কার জয়ের লড়াইয়ে নামবেন কেভিন ডি ব্রুইন এবং রবার্ট লেয়ান্ডোভস্কি পৃথক পুরষ্কারের জন্য লড়াইয়ের লড়াইয়ে নামবে।
গত ১০ বছরে রোনালদো তিনবার জিতেছেন এই পুরস্কার। তবে সংক্ষিপ্ত তালিকায় ছিলেন মোট নয়বার। তবে বার্সেলোনার সুপারস্টার লিওনেল মেসি দুবার জিতলেও, শেষ দশ মৌসুমের ছয়টিতে চূড়ান্ত শর্টলিস্টে জায়গা পান।
বায়ার্নের স্ট্রাইকার লেয়ান্ডোভস্কি ম্যানচেস্টার সিটির ডি ব্রুয়েন এবং আলিয়ঞ্জ অ্যারেনার সতীর্থ ম্যানুয়েল ন্যুয়ার আছেন উয়েফা প্লেয়ার অফ দ্য ইয়ার জয়ের সংক্ষিপ্ত তালিকায়।