জেমি ভার্দির হ্যাটট্রিকে ম্যানচেস্টার সিটিকে ৫-২ গোলে ধরাশায়ী করে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো লিস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে প্রথমে পিছিয়ে থেকেও পরে ম্যাচে ফেরে লিস্টার। আর লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে ঘরের মাঠে প্রথম খেলতে নেমেই বড় পরাজয়ের স্বাদ পেলো ম্যানচেস্টার সিটি।
২০০৩ সালের ফেব্রুয়ারি মাসের পর এই প্রথম ঘরের মাঠে পাঁচ গোল খেল সিটি। সেবার আর্সেনালের কাছে ৫-১ গোলে হেরেছিল তারা। আর পেপ গুয়ার্দিওলা তার কোচিং ক্যারিয়ারে ৬৬৮ ম্যাচে এই প্রথম পাঁচ গোল হজম করলেন।
জয় দিয়ে লিগ মৌসুম শুরু করা সিটিজেনরা ঘরের মাঠে খেলতে নেমে চতুর্থ মিনিটেই রিয়াদ মাহরেজের কল্যাণে এগিয়ে যায়। কেভিন ডে ব্রুইনের কর্নার ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি লিস্টারের খেলোয়াড়রা। ডি-বক্সের ভেতর থেকে মাহরেজের বুলেট গতির শট পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়।
৩৭ মিনিটে ভার্দির স্পট-কিকে ম্যাচে সমতা ফেরান। ডি-বক্সে ইংলিশ এই ফরোয়ার্ডকে সিটির ডিফেন্ডার কাইল ওয়াকার পেছন থেকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তাতে গোল পেতে কোনো সমস্যাই হয়নি লিস্টারের।
দ্বিতীয়ার্ধে চার মিনিটের মধ্যে দুই গোল খেয়ে বসে স্বাগতিক ম্যানসিটি। খেলার ৫৪ মিনিটে ডান দিক থেকে সতীর্থের বাড়ানো বল খুব কাছ থেকে জালে পাঠিয়ে দলকে এগিয়ে নেন ভার্দি। ৫৮ মিনিটে আরেকটি স্পট-কিকে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। এবারও ফাউলের শিকার হয়েছিলেন ভার্দি।
৭৭ মিনিটে দারুণ এক গোলে ব্যবধান ৪-১ এ নিয়ে যান জেমস ম্যাডিনসন। ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন এই ইংলিশ মিডফিল্ডার।
তবে ৮৪ মিনিটে ব্যবধান কমান নাথান আকে। তাতে লড়াইয়ের আমেজ ফেরে ম্যাচে। কিন্তু নির্ধারিত সময়ের দুই মিনিট আগে পেনাল্টি থেকে গোল করে সফরকারী লিস্টার সিটির ৫-২ গোলের বড় জয় নিশ্চিত করেন টেলিম্যানস।