ওয়ালটন চর্তুথ জাতীয় নারী বেসবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। সকালে পল্টন মাঠে প্রতিযোগিতার ফাইনালে ১৭-১০ পয়েন্টের ব্যবধানে বাংলাদশে পুলশিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আনসার। এতে চর্তুথবারের মতো শিরোপা জিতলো আনসার।
২০১৭ ও ২০১৮ সালে তারা চ্যাম্পয়িন হয়। ২০১৯ সালে তৃতীয় আসরে বৃষ্টির কারণে পুলিশের সঙ্গে শিরোপা ভাগাভাগি করেছিল তারা। চ্যাম্পিয়ন আনসার ও রার্নাসআপ পুলিশ দলকে ট্রফি ও মেডেল দেওয়া হয়। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া সবগুলো দলের খেলোয়াড়দের ট্রাক-স্যুট ও জার্সি দেওয়া হয়।
পল্টন মাঠে ফাইনাল শেষে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কৃত করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের নির্বাহী পরিচালক এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ ও বেসবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন উপস্থিত ছিলেন।