এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফির জন্য মাহবুব হারুনকে আর জুনিয়র এশিয়া কাপের জন্য মামুনুর রশীদকে জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। দুপুরে বিমানবাহিনীর ফ্যালকন হলে আয়োজিত বাংলাদেশ হকি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
আগামী বছর মার্চে ঢাকায়, চ্যাম্পিয়নস ট্রফি আর জানুয়ারীতে হবে জুনিয়র এশিয়া কাপ। এসময় ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বলেন, গঠনতন্ত্র অনুযায়ী মুমিনুল হক সাঈদের সাধারণ সম্পাদক পদ বাতিল হলেও, আদালতে দু সপ্তাহের জন্য স্টে অর্ডারের আবেদন করেছেন তিনি। তাই এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত হবে।
সভায় উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান সহ নির্বাহী কমিটির সদস্যরা।