ম্যানচেস্টার ইউনাইটেডের স্বপ্ন গুড়িয়ে দিয়ে উয়েফা ইউরোপা লিগের ফাইনালে উঠেছে সেভিয়া। জার্মানির কোলোনে শুরুতে পিছিয়ে থাকলেও ২-১ গোলে রেড ডেভিলদের হারিয়ে ফাইনাল নিশ্চিত করে দিয়েগো সিমিওনের দল। আর এতে চলতি মৌসুমে তিনটি টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয় ম্যানচেস্টার ইউনাইটেডকে।
খেলার শুরুতে ওলে গার্নার সোলসকায়ারের দল এগিয়ে গেলেও এদিন তারা মোটেই ভালো খেলতে পারেনি। ৯ মিনিটে নিজেদের বিপদ সীমায় মার্কাস রাশফোর্ডকে সেভিয়ার দিয়েগো কার্লোস ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পটকিকে ইউনাইটেডকে এগিয়ে দেন ব্রুনেই ফার্নান্দেজ। চলতি মৌসুমে রেড ডেভিলরা পেনাল্টি থেকে ২২তম গোলটি করল।
অবশ্য প্রথমার্ধেই ম্যাচে সমতা ফেরায় সেভিয়া। ২৪ মিনিটে সেইস ফার্নান্দেজ ইউনাইটেডের গোলকিপার ডেভিড ডি গিয়াকে পরাস্ত করে ম্যাচে ১-১ গোলে সমতা এনে দুদল বিরতিতে যায়।
বিরতি থেকে ফিরে গোল সংখ্যা বাড়ানোর চেষ্টা করতে থাকে সেভিয়া। ম্যাঞ্চেস্টারের দলটিও করে। তবে তাদের প্রচেষ্টা হালে পানি পায়নি। বেশ কয়েকবার অ্যান্থনি মার্শালেকে হতাশায় ডোবান সেভিয়ার গোলকিপার।
ম্যানচেস্টার না পারলে কী হবে, ব্যর্থ হয়নি সেভিয়া। নির্ধারিত সময়ের ১২ মিনিট (৭৮ মিনিট) আগে জেসাস নাভাসের কাছ থেকে বল পেয়ে লুক ডি জং যে গোলটি করেন তাতেই নিশ্চিত হয় সেভিয়ার ফাইনালের টিকিট।