চতুর্থবারের মতো বাবা হলেন সার্জিও র্যামোস। তার স্ত্রী পিলার রুবিও আরো একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। নতুন শিশুর নাম রাখা হয়েছে ম্যাক্সিমো অ্যাড্রিয়ানো।
রিয়াল মাদ্রিদের এই কিংবদন্তি ডিফেন্ডার ৩৪ বছর বয়সী সার্জিও র্যামোস নিজেই এই খবর জানিয়েছেন। তাছাড়া স্ত্রী-পুত্র সাথে নিয়ে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করেন তিনি। তাতে লিখেছেন, 'ম্যাক্সিমো অ্যাড্রিয়ানোকে পরিচয় করিয়ে দিতে পেরে অত্যন্ত আনন্দিত। তার জন্ম সন্ধ্যা ৬:৫৬ মিনিটে। এবং ওজন ৩.২৭০ কেজি ছিল। মা ও শিশু উভয়েই সুস্থ আছে।'
র্যামোস এবং পিলার দম্পতির ইতিমধ্যে সার্জিও(পাঁচ), মার্কো(চার) এবং আলেজান্দ্রো যে আগামী মার্চে দুই বছরে পা দেবে; নামের তিনটি ছেলে রয়েছে। এই সেলিব্রেটি দম্পতি সাত বছর ধরে একসাথে থাকলেও গত জুনে সেভিয়া ক্যাথিড্রালে জমকালো এক অনুষ্ঠানে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
৪২ বছর বয়সী পিলার মাদ্রিদের নিকটবর্তী টরেজোন ডি আরডোজে জন্মগ্রহণ করেন। তিনি ২০০৮ এবং ২০০৯ সালে স্পেনের এফএইচএম ম্যাগাজিন দ্বারা বিশ্বের সর্বাধিক সেক্সিয়েস্ট নারী নির্বাচিত হন।