লেস্টার সিটিকে একমাত্র গোলে পরাজিত করে ইংলিশ এফএ কাপের সেমিফাইনালে উঠেছে চেলসি। দলের পক্ষে গোলটি করেন বদলি খেলোয়াড় রস বার্কলি।
লেস্টারের মাঠে, আক্রমন আর পাল্টা আক্রমনের এই খেলার প্রথমার্ধ গোল শূন্যভাবেই শেষ হয়। বিরতি থেকে ফিরে খেলার ৬৩ মিনিটে আটবারের চ্যাম্পিয়ন চেলসিকে লিড এনে দেন, বদলি খেলোয়াড় রস বার্কলি। বাকী সময়ে কোনো দল আর গোলের দেখা পায়নি।
আগামী ১৮ জুলাই প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে চেলসি মুখোমুখি হবে, ম্যানচেস্টার ইউনাইটেডের।