টাকার লোভে জনপ্রিয়তার রাজপথ থেকে কানা গলিতে গিয়ে আশ্রয় নিলেন অস্ট্রেলিয়ার ভি এইট সুপারকার্স ড্রাইভার রেনে গার্সি। একসময় দারুণ জনপ্রিয় মিষ্টি মুখের এই তরুণী প্রায় ২ বছর রেসিং ট্র্যাক কাঁপিয়েছেন। সেই তারকা ড্রাইভারই ড্রাইভিংয়ের হটসিট ছেড়ে নতুন পেশায় এসেছেন। বর্তমানে গার্সি পর্ণ দুনিয়ার নামী স্টার।
২০১৫ সালে অস্ট্রেলিয়ান হিসেবে প্রথম ফুল টাইম মহিলা সুপারকার্স রেসারের মুকুট উঠেছিল তাঁর মাথায়। তবে ২০১৭ সালে ধীরে ধীরে পারফরম্যান্সে ভাটা পড়ে। বেশকিছু রেসে সাফল্য পেতে ব্যর্থ হন। ফলে স্পনসরও পিছু হটে যায়। এই সুযোগে তাঁর জায়গা দখল করে নেন অন্য পেশাদার ড্রাইভাররা। নিজের পরিচয় হারিয়ে যাচ্ছিল রেনের।
তখনই ঠিক করে ফেলেন রিয়েল লাইফে ব্যর্থ হলেও পর্দায় ঝড় তুলবেন তিনি। যেমন ভাবনা তেমন কাজ। ‘ওনলি ফ্যানস’ নামের প্রাপ্তবয়স্কদের সাইটে নিজের নগ্ন ছবি ও ভিডিও বিক্রি করেন তিনি। আর প্রথম সপ্তাহেই আয়ের অঙ্ক দেখে চক্ষু চড়কগাছ রেনের। মাত্র সাতদিনেই প্রায় ২৬ হাজার ডলার আয় তার। ধীরে ধীরে বাড়তে থাকে টাকার অঙ্ক। বর্তমানে সপ্তাহে ৬৫ থেকে ৮০ হাজার ডলার উপার্জন করেন বলে দাবি রেনের।
রেনে বলেন, ‘ভালো পারফর্ম করতে পারছিলাম না। ফলে স্পনসর জুটছিল না। সবকিছু করার আপ্রাণ চেষ্টা করেছিলাম। কিন্তু একটা সময় গিয়ে স্বপ্নটা হারিয়ে গিয়েছিল। এই পেশায় ভালো আছি। আমাকে কী নামে ডাকল তা নিয়ে কিছু আসে যায় না। আমি অর্থ রোজগার করছি। গোটা বিষয়টা উপভোগ করছি।’
এভাবেই অর্থ-বিত্তের কাছে হার মেনে অন্ধকারের কানা গলিতে হারিয়ে গেলেন এক ক্রীড়াবিদ।