স্বাধীন বাংলা ফুটবল দল ও ওয়ারী ক্লাবের সদস্য লুৎফর রহমান দীর্ঘ রোগ ভোগের পর সকালে যশোরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৯ বছর।
১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে জনমত তৈরি করতে ভারতের মাটিতে ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে স্বাধীন বাংলা ফুটবল দল। সেই দলে ছিলেন মুক্তিযোদ্ধা ফুটবলার লুৎফর। তিনি যশোর জেলা ফুটবল ও হকি দলের নিয়মিত খেলোয়াড় ছিলেন। তাছাড়া ঢাকা প্রথম বিভাগ ফুটবল লিগে ওয়ারীর হয়ে খেলতেন, এই ফরোয়ার্ড।