প্রথম বাংলাদেশী হিসেবে ওয়ার্ল্ড স্পোর্টস অ্যালায়েন্সের মহাসচিব হলেন অধ্যাপক ড. জাহিদ হক। আন্তঃসরকারী সংস্থা ওয়ার্ল্ড স্পোর্টস এলায়েন্সের মহাসচিব পদে নিয়োগ পাওয়ায় অধ্যাপক ড. জাহিদ হককে অভিনন্দন জানান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, প্রথম বাংলাদেশী হিসেবে অধ্যাপক ড. জাহিদ হককে ওয়ার্ল্ড স্পোর্টস এলায়েন্সের মহাসচিব পদে মনোনীত করায় আমি আনন্দিত ও গর্বিত। আশা করি, তার এই দায়িত্ব প্রাপ্তির মধ্যে দিয়ে বাংলাদেশের সাথে World Sports Alliance এর সম্পর্ক আরো সুদৃঢ় হবে এবং দেশের ক্রীড়াঙ্গন এগিয়ে যাবে। ওয়ার্ল্ড স্পোর্টস এলায়েন্স ও আইজিওর ক্ষেত্রে নতুন অবস্থানের জন্য আমরা তাঁকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং পরবর্তী দিনগুলিতে তাঁর সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।
ইতোপূর্ব ড. জাহিদ হক ওয়ার্ল্ড স্পোর্টস অ্যালায়েন্সের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিনিয়র উপদেষ্টার হিসেবে কর্মরত ছিলেন।