দীর্ঘ জল্পনার পর অবশেষে জুনের মাঝামাঝি সময় থেকে শুরু হচ্ছে করোনা মহামারী পরবর্তী ইংলিশ প্রিমিয়র ফুটবল লিগ। ব্রিটিশ মিডিয়ায় খবর অনুযায়ী, আগামী ১৭ জুন থেকে শুরু হবে ইপিএল। তবে প্রোটোকল মেনে দর্শকবিহীন স্টেডিয়ামেই হবে লিগের অবশিষ্ট ম্যাচগুলি।
ব্যক্তিগত অনুশীলন পর্ব পেরিয়ে বুধবার দলগত অনুশীলনের পক্ষে মতামত দিয়েছিল প্রিমিয়ার লিগের ২০টি দল। এরপর ১৭ জুন থেকে লিগ পুনরায় শুরু করার সিদ্ধান্ত হয় বলে জানায় ব্রিটিশ মিডিয়া। বিবিসি’র রিপোর্ট অনুযায়ী করোনা পরবর্তী সময় অ্যাস্টন ভিলা বনাম শেফিল্ড ইউনাইটেড ম্যাচ দিয়ে চালু হবে ইপিএল।
এদিকে, আগামী ২০ জুন থেকে ইটালিয়ান ফুটবল লিগ ‘সিরি আ’ শুরু হতে পারে বলে জানান, দেশটির ক্রীড়ামন্ত্রী ভিসেঞ্জো স্পাডাফোরা।