ফ্রেইবার্গকে একমাত্র গোলে হারিয়ে জার্মান বুন্দেসলিগায় তৃতীয় স্থানে উঠে এলো বেয়ার লেভারকুসেন। শুক্রবার রাতে গোল শূন্য প্রথমার্ধের পর খেলার ৫৪ মিনিটে জয় সূচক গোলটি করেন লেভারকুসেনের ফরোয়ার্ড কাই হাবার্টজ।
এই জয়ে ২৯ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে লিগজিগকে সরিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এলো লেভারকুসেন। আর সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ফ্রেইবার্গ আছে অষ্টমে।
বুন্দেসলিগায় আজ শনিবার রয়েছে দুটি খেলা। দুটো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে। এক ম্যাচে শালকে জিরো ফোর মুখোমুখি হবে ব্রেমেনের। আর অন্য ম্যাচে উলফসবার্গ লড়বে ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে।