থমাস মুলার নিজে করেলন এক গোল এবং বিপক্ষ খেলোয়াড়কে দিয়ে করালেন একটি আত্মঘাতি গোল। তাতে জার্মান বুন্দেশলিগায় আইনট্রাক্চ ফ্রাঙ্কফুর্টকে ৫-২ গোলের ব্যবধানে হারালো লিগ টেবিলের শীর্ষ দল বায়ার্ন মিউনিখ।
বিজয়ী দলের পক্ষে লিওন গোরেজকা, রবার্ট লিওনডস্কি এবং আলফানসো ডেভিস একটি করে গোল করেন। এই জয়ে চার পয়েন্ট বেশি নিয়ে আগামী মঙ্গলবার দ্বিতীয় স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে বায়ার্ন। গত নভেম্বরে প্রথম লেগের ম্যাচে বায়ার্ন মিউনিখ ৫-১ গোলে পরাজিত করেছিলো ফ্রাঙ্কফুর্টকে।
অন্য ম্যাচে, বরুশিয়া ডর্টমুন্ড ২-০ গোলে উলফসবোর্গকে এবং বায়ার লেভারকুজেন ৩-১ গোলে মনশেনগ্লাবাখকে হারিয়েছে।