করোনাভাইরাসের কারণে থমকে আছে ঢাকা প্রিমিয়ার লিগ। টুর্নামেন্ট আবার শুরু হবে কি-না, সেটি নিয়েও আছে সংশয়। ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুশিয়ে দিতে অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে বিসিবি।
বোর্ডের কেন্দ্রিয় ও প্রথম শ্রেণির ক্রিকেটারদের চুক্তির বাইরে থাকা খেলোয়াড়দের মধ্যে যারা ঢাকা প্রিমিয়ার লিগে খেলছেন, তাদের এককালীন ৩০ হাজার টাকা অর্থ সাহায্য দেওয়ার ঘোষণা দিয়েছে বিসিবি। বছর জুড়ে তাদের আয়ের বড় একটি অংশ আসে এই টুর্নামেন্ট থেকে।
এবার মাত্র এক রাউন্ড হয়েই বন্ধ আছে লিগ। শেষ পর্যন্ত টুর্নামেন্ট না হলে বড় বিপদে পড়তে হবে অনেক ক্রিকেটারকে। বিসিবি সভাপতি নাজমুল হাসান জানান, দুর্ভাবনায় থাকা ক্রিকেটারদের পাশে দাঁড়াতেই বোর্ডের এই উদ্যোগ।