মুজিবশতবর্ষ উপলক্ষে কুমিল্লায় আয়োজিত টি-টোয়েন্টি কাউন্সিলর কাপে চ্যাম্পিয়ন হয়েছে রয়েল অব গোমতি। প্রতিযোগিতার ফাইনালে তারা ওয়েলফেয়ার ইউনাইটেড ক্লাবকে ৩৩ রানে হারিয়ে শিরোপা জয় করে।
নগরীর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আগে ব্যাট করে, ৫ উইকেটে ১৯৮ রান সংগ্রহ করে রয়েল অফ গোমতি। ১৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৬৫ রানে অলআউট হয় ওয়েলফেয়ার ইউনাইটেড।
খেলা শেষে রয়েল অব গোমতি দলের অধিনায়ক সাব্বির রহমানের হাতে পুরস্কার তুলে দেন কুমিল্লা সদর আসনের এমপি হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক, ভারপ্রাপ্ত পুলিশ সুপারসহ জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ। খেলায় চ্যাম্পিয়ন দলকে ৩ লাখ টাকা পুরস্কার দেয়া হয়।