অধিনায়ক হিসেবে আগামীকাল রোববার থেকে শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটিই হতে পারে মাশরাফি বিন মর্তুজার শেষ সিরিজ। তবে এই সিরিজে অনন্য এক মাইলফলক স্পর্শ করতে পারেন ম্যাশ। বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে ৫০টি ওয়ানডে জয়ের মাইলফলক স্পর্শ করার সুযোগ এখন মাশরাফির সামনে। জিম্বাবুয়েকে সিরিজে হোয়াইটওয়াশ করলেই এই মাইলফলক স্পর্শ করবেন মাশরাফি। কারণ ৮৫ ম্যাচে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে ৪৭টি জয়ের স্বাদ এনে দিয়েছেন ম্যাশ।
বাংলাদেশের প্রথম হলেও অন্তত ৫০টি জয়ে বিশ্বের ২৫তম ওয়ানডে অধিনায়ক হবেন মাশরাফি।
সর্বোচ্চ ওয়ানডে জয় করা বাংলাদেশের শীর্ষ পাঁচ অধিনায়ক :
অধিনায়ক ম্যাচ জয়
মাশরাফি বিন মর্তুজা ৮৫ ৪৭
হাবিবুল বাশার ৬৯ ২৯
সাকিব আল হাসান ৫০ ২৩
মুশফিকুর রহিম ৩৭ ১১
মোহাম্মদ আশরাফুল ৩৮ ০৮