আগামীকাল রোববার থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেই সাকিব আল হাসানকে ছাড়িয়ে যাবেন টাইগারদের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। এখনও পর্যন্ত সাকিব খেলেছেন ২০৬টি ওয়ানডে। তামিম খেলেছেন ২০৪টি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তিন ম্যাচ খেললে তামিমের ওয়ানডে হবে ২০৭টি। সেক্ষেত্রে সাকিবকে টপকে যাবেন তামিম।
বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ওয়ানডে খেলেছেন মুশফিকুর রহিম। ২১৬টি। দ্বিতীয় সর্বোচ্চ ২১৫টি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। ২০৬টি নিয়ে বর্তমানে তৃতীয়স্থানে রয়েছেন সাকিব। তামিম চতুর্থ। ১৮৫টি ম্যাচ নিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ পঞ্চম।
সর্বোচ্চ ওয়ানডে ম্যাচ খেলা বাংলাদেশী পাঁচ খেলোয়াড় :
ব্যাটসম্যান ম্যাচ
মুশফিকুর রহিম ২১৬
মাশরাফি বিন মর্তুজা ২১৫
সাকিব আল হাসান ২০৬
তামিম ইকবাল ২০৪
মাহমুদুল্লাহ রিয়াদ ১৮৫