বিশ্বকাপে টানা তিন ম্যাচে হারলো বাংলাদেশের নারীরা। নিউজিল্যান্ডকে মাত্র ৯১ রানে অলআউট করেও নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৭ রানে হেরেছে বাংলাদেশ।
মেলবোর্নে আগে ব্যাট করতে নেমে, ১২ ওভার শেষে কিউইদের রান ছিলো ২ উইকেটে ৬৫। এরপর ২৬ রান তুলতে শেষ ৮ উইকেট হারায় তারা। তাতে ১৮ ওভার দুই বলে অলআউট হয় নিউজিল্যান্ড। চার উইকেট নেন রিতু মনি।
মামুলি টার্গেট তাড়া করতে নেমে, বাংলাদেশের মেয়েরা অলআউট হয় ১৯ ওভার ৫ বলে। সর্বোচ্চ ২১ রান করেন নিগার সুলতানা। তিন উইকেট নিয়ে সালমাদের শিবিরে ধস নামান জেনসেন। আগামী সোমবার মেলবোর্ন গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে লাল-সবুজ দলের প্রতিনিধিরা।