টাংগাইল জেলাকে ১০-৫ পয়েন্টে হারিয়ে চতুর্থ জাতীয় নারী রাগবি চ্যাম্পিয়নশীপে শিরোপা জিতেছে ঠাকুরগাঁও। জাতীয় প্রতিযোগিতায় এটি ঠাকুরগাঁওয়ের দ্বিতীয় শিরোপা জয়।
পল্টন স্টেডিয়ামে খেলার শুরুতে এগিয়ে ছিলো টাঙ্গাইল। তবে শেষ মুহূর্তে ৫ পয়েন্ট নিয়ে শ্রেষ্ঠত্ব ধরে রাখে আগেরবারের চ্যাম্পিয়নরা। প্রতিযোগীতায় তৃতীয় হয়েছে ঢাকা জেলা আর চতুর্থ স্থান অর্জন করে নড়াইল।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়া সংগঠক ফরিদা আক্তার। এসময় উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের কর্মকর্তারা।