অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের সেমিফাইনালে উঠেছেন আলেক্সজান্ডার জেরেভ, সিমোনা হালেপ ও গারবিন মুগুরুজা।
রড লেভার এরেনায়, প্রথম সেট স্ট্যানিসলাস ওয়ারিঙ্কার কাছে হারলেও পরের তিন সেট জিতে সেমিফাইনালে স্থান করে নেন আলেক্সজান্ডার জেরেভ। এতে কোয়ার্টার ফাইনালের বাঁধা পেরিয়ে প্রথমবার কোনো গ্র্যান্ডস্ল্যামের শেষ চারের টিকিট পেলেন জেরেভ। ২ঘন্টা ১৯ মিনিটের লড়াইয়ে ম্যাচ জেতেন জেরেভ ১-৬, ৬-৩, ৬-৪ ও ৬-২ গেমে।
এদিকে নারী এককে, মাত্র ৫৩ মিনিটে এস্তোনিয়ার অ্যানেট কন্টাভেইটকে ৬-১ ও ৬-১ গেমে উড়িয়ে দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠেছেন রুমানিয়ার সিমোনা হালেপ। ফাইনালের টিকিট পেতে হালেপকে লড়তে হবে গারবিন মুগুরুজার বিপক্ষে।
নারী এককের অন্য কোয়ার্টার ফাইনালে রাশিয়ার এনাস্থাশিয়া পাভলোচেঙ্কোকোভাকে ৭-৫ ও ৬-৩ গেমে পরাজিত করে প্রতিযোগিতার সেমিফাইনালে ওঠেন গারবিন মুগুরুজা। এই ম্যাচ জেতেন তিনি ১ ঘন্টা ৩৩ মিনিটে।