ওয়েস্ট হ্যামকে পরাজিত করে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের পথে আরো এক ধাপ এগিয়ে গেল লিভারপুল। গতরাতে ওয়েস্ট হ্যামকে হারায় তারা ২-০ গোলে। এতে দ্বিতীয় স্থানের দলের চেয়ে ১৯ পয়েন্টে এগিয়ে আছে ইয়ুর্গেন ক্লপের দল।
ম্যাচের ৩৫ মিনিটে স্পটকিকে ‘অল রেড’দের এগিয়ে দেন মোহাম্মদ সালাহ। বিরতি থেকে ফিরে আবারও গোল সংখ্যা বাড়ানোর চেষ্টা করে লিভারপুল। ৫২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন চেম্বারলেইন। বাকী সময়ে আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।
এতে করে, ২৪ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে ১৯৯০ সালের পর লিগ শিরোপা জয়ের পথে ‘অল রেড’রা।