এবারের বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের খেলাগুলো হবে দেশের সাতটি জেলার সাত স্টেডিয়ামে।
এগুলো হলো ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়াম, বসুন্ধরা কিংসের হোম ভেনূ নীলফামারীর শেখ কামাল স্টেডিয়াম, চট্টগ্রাম আবাহনীর চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম, মুক্তিযোদ্ধার গোপালগঞ্জের শেখ মনি স্টেডিয়াম, শেখ রাসেলের সিলেট স্টেডিয়াম, সাইফ স্পোর্টিংয়ের ময়মনসিংহের রফিক উদ্দিন স্টেডিয়াম এবং নতুন ভেনূ কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়াম।
মোহামেডানের হোম ভেনূ এই কুমিল্লা স্টেডিয়াম। ঢাকা আবাহনী, শেখ জামাল, পুলিশ, ব্রাদার্স, উত্তর বারিধারা, আরামবাগ এবং রহমতগঞ্জ হোম হিসেবে ব্যবহার করবে বঙ্গবন্ধু স্টেডিয়ামকে।