এম জে এল বাংলাদেশ লিমিটেডের আয়োজনে শেষ হলো ‘১৪তম মোবিল কাপ গলফ টুর্নামেন্ট’। পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও রানার-আপ হন সাদ রহিম চৌধুরী। আর নারী বিভাগে শিরোপা জেতেন মিস সিফাট ইউসুফ।
টুর্নামেন্টটি কুর্মিটোলা গলফ ক্লাবে গত ২২ জানুয়ারি শুরু হয়। টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল সামছুল হক।
এবারের মোবিল কাপ গলফ টুর্নামেন্টে অংশগ্রহণ করেন ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান ও এম জে এল বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজম জে. চৌধুরীসহ স্পন্সর প্রতিষ্ঠানের পরিচালক তানজিল চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা এম. মুকুল হোসেন ও কুর্মিটোলা গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জিএসএম হামিদুর রহমান (অব:) এবং অন্যান্যরা।