টাই ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গে টি-টোয়েন্টি সিরিজও জিতে নিল ভারত। সুপার ওভার জয়ে টার্গেট ছিল ১৮ রানের রোহিত শর্মা আর লোকেশ রাহুল ভারতেক জয় এনে দেন। হ্যামিল্টনের এই জয়ে দুই ম্যাচ হাতে রেখেই পাচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতল বিরাট কোহলির দল।
এরআগে টানটান উত্তেজনার মধ্যে হ্যামিল্টনে তৃতীয় টি-টোয়েন্টি টাই হয়। ভারতের ৫ উইকেটে ১৭৯ রানের জবাবে ৬ উইকেট ১৭৯ তোলে নিউজিল্যান্ড। যার ফলে ম্যাচ গড়াল সুপার ওভারে।
জেতার জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ১৮০ রান। সেই লক্ষ্যে মার্টিন গাপ্টিল ও কলিন মুনরো ভাল শুরু করেছিলেন। প্রথম পাঁচ ওভারে উঠেছিল ৪৩ রান। এর মধ্যে পঞ্চম ওভারে লেগস্পিনার যুজবেন্দ্র চহালের বলে কঠিন ক্যাচ দিয়েছিলেন গাপ্টিল। স্লিপে ধরে রাখতে পারেননি বিরাট কোহালি। তবে ষষ্ঠ ওভারে শার্দুল ঠাকুরের বলে গাপ্টিলের (২১ বলে ৩১) ক্যাচ ধরেন সঞ্জু স্যামসন। পরের ওভারে আবার ধাক্কা। রবীন্দ্র জাদেজাকে ছয় মারতে গিয়ে স্টাম্পড হন মুনরো (১৬ বলে ১৪)।
ভারতীয় দলের ফিল্ডিংয়ের প্রশংসা এখন শোনা যায় সবসময়। তবে দলের সেরা ফিল্ডার রবীন্দ্র জাদেজা ফেলেন মিচেল স্যান্টনারের ক্যাচ। স্যান্টনারকে (১১ বলে ৯) শেষ পর্যন্ত ফেরান চাহাল। কেন উইলিয়ামসনই টানছেন নিউজিল্যান্ডকে। অধিনায়কোচিত ইনিংসে ২৮ বলে করেন ফিফটি। চতুর্থ উইকেটে কলিন ডি গ্র্যান্ডহোমির সঙ্গে উইলিয়ামসন ৪৯ রান যোগ করে চাপে ফেলেছিলেন ভারতকে। শার্দুল ঠাকুরের বলে গ্র্যান্ডহোম (১২ বলে ৫) ফিরলেও উইলিয়ামসন থামেননি। পরের ওভারেই জশপ্রীত বুমরাকে টানা তিন বার পাঠান সীমানার বাইরে। কিন্তু শেষ রক্ষা হয়নি তাদের।
অবশ্য টসে হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছিল ভারত। কিন্তু, মিডল ওভারে ১৩ বলের মধ্যে হারাতে হয়েছিল তিন উইকেট। সেই ধাক্কা সামলে উঠতে পারেনি। পর পর উইকেট হারিয়ে গতি কমে ইনিংসের। তাতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ভারত ৫ উইকেট সংগ্রহ করে ১৭৯ রান।
টস হেরে ব্যাট করতে নেমে রোহিত শর্মা ও লোকেশ রাহুল আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন প্রথম থেকেই। ভারতের পঞ্চাশ এসেছিল ৩৩ বলে। পাওয়ার প্লে-র প্রথম ছয় ওভারে উঠেছিল ৬৯ রান। রোহিত শর্মা পঞ্চাশে পৌঁছতে নিয়েছিলেন মাত্র ২৩ বল। এর মধ্যে ষষ্ঠ ওভারে কিউই পেসার হামিশ বেনেট দিয়েছিলেন ২৭ রান। সেই ওভারে রোহিতের ব্যাট থেকেই এসেছিল ২৬ রান। ছয় দিয়ে ফিফটি পূরণ করেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসেবে ১০,০০০ রানও করেন রোহিত। ভারতীয়দের মধ্যে এই কৃতিত্ব রয়েছে সুনীল গাভাস্কার, শচিন তেন্ডুলকার ও বীরেন্দ্র সেবাগের। রোহিত হলেন চতুর্থ ভারতীয়।