শীর্ষ বাছাই ও হট ফেভারিট অ্যাশলে বার্টিকে পরাজিত করে অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে নারী এককের ফাইনালে উঠলেন যুক্তরাষ্ট্রের সোফিয়া কেনিন। কোনো গ্র্যান্ড স্ল্যাম টেনিস টুর্নামেন্টে এবারই প্রথম ফাইনালে উঠলেন কেনিন।
২১ বছর বয়সী ১৪তম বাছাই কেনিন এক ঘন্টা ৪৫ মিনিটের লড়াইয়ে বার্টিকে পরাজিত করেন ৭-৬ ও ৭-৫ গেমে। ২০০৫ সালে লিন্ডসে ডেভেনপোর্টের পর উইলিয়ামস বোনদের বাইরে কেনিনই প্রথম আমেরিকান যিনি অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন।
শনিবার শিরোপা লড়াইয়ে কেনিনকে লড়তে হবে সিমোনা হালেপ ও গারবিন মুগুরুজার মধ্যকার জয়ীর বিপক্ষে।