অনুর্ধ্ব-২১ উন্মুক্ত কারাতে প্রতিযোগিতায় ক্যাডেট ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সাউথ পয়েন্ট দল। আর রানার আপ হয় নরসিংদীর আব্দুল কাদের মোল্লা ইন্টারন্যাশানাল স্কুল। দ্বিতীয় রানার আপ হয়েছে কেরানীগঞ্জের সোল কারাতে। এদিকে, জুনিয়র ও অনুর্ধ্ব-২১ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ক্যান্ট; সোতোকান কারাতে একাডেমি। রানার আপ হয়েছে কুমিল্লা সিটি করর্পোরেশন।
বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগিতায় এবং কুমিল্লা ড্রাগন কারাতে এসোসিয়েশনের আয়োজনে জাতীয় ক্রীড়াপরিষদের জিমন্যাশিয়ামে দিনব্যাপী এই প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন সেন্টু। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম-সম্পাদক মোস্তাফিজুর রহমান, কুমিল্লা ড্রাগন কারাতে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম মজুমদার, সহ-সভাপতি ফখরুল আরেফীন ও বাবুল মিয়া রানা।
এ প্রতিযোগিতায় বিভিন্ন ক্লাব ও সংস্থা থেকে ৪৫০জন খেলোয়াড় অংশ গ্রহন করে।