ঢাকায় এসেই বঙ্গবন্ধু বিপিএলে জয়ের ধারায় ফিরলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টানা দুই পরাজয় দিয়ে চট্টগ্রাম পর্ব শেষ করা চ্যালেঞ্জার্স মিরপুরে, ৬ উইকেটে হারালো ঢাকা প্লাটুনকে। এতে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখলো চট্টগ্রামের দলটি।
টসে হেরে ব্যাট করে, ৯ উইকেটে ১২৪ রান তোলে ঢাকা প্লাটুন। দলের পে সর্বোচ্চ ৩২ রান করেন মুমিনুল। ওয়াহাব রিয়াজ ২৩ আর তামিম করেন ২১ রান।
জবাবে, অল্প রানের টার্গেটে নেমে অধিনায়ক ইমরুল কায়েসের অপরাজিত ফিফটিতে ১২৫ রান তুলে ৮ বল আগেই ম্যাচ জিতে নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ইমরুল ৫৩ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন। ২৫ রান করেন চ্যাডউইক ওয়ালটন।