ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর ওয়েস্টহ্যামকে পরাজিত করেছে লেস্টার সিটি। বার্নলিকে ২-০ গোলে পরাজিত করে ‘রেড ডেভিল’রা।
আধিপত্য বিস্তার করে খেলা ম্যানচেস্টার ইউনাইটেড ৪৪ মিনিটে অ্যান্থনি মার্শালের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে গোল সংখ্যা বাড়ানের চেষ্টা করতে থাকে। খেলা শেষের যোগ করা সময়ে মার্কাস র্যাশফোর্ডের কল্যাণে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ওলে গার্নার সোলসকায়ারের দল।
এদিকে, ওয়েস্টহ্যামকে ২-১ ব্যবধানে হারিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থান সুসংহত করেছে লেস্টার সিটি। এই জয়ে ২০ ম্যাচে তাদের পয়েন্ট বেড়ে হলো ৪২।