ব্রিসবেন ওপেন দিয়ে আবারও টেনিস কোর্টে ফিরছেন রাশিয়ান গ্ল্যামার গার্ল মারিয়া শারাপোভা। বিশ্ব টেনিসের সাবেক এক নম্বর ও পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী শারাপোভা ব্রিসবেন ওপেনকে অস্ট্রেলিয়ান বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনে ভালো করার প্রস্তুতি হিসেবে দেখছেন।
অস্ট্রেলিয়ান ওপেনে ওয়াল্ডকার্ড নিয়ে খেলতে নামবেন শারাপোভা। গত বছরের আগস্টে ইউএস ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়ার পর ইনজুরির কারণে তিনি এতোদিন কোর্টের বাইরে ছিলেন। আগামী ৬ থেকে ১২ জানুয়ারির ব্রিসবেন টুর্ণামেন্টে শারাপোভা ছাড়াো অংশ নেবেন অ্যাশলে বার্টি, নাওমি ওসাকা এবং ক্যারোলিনা প্লিসকোভা।