বসুন্ধরা কিংসকে ২-০ গোলে পরাজিত করে ‘বি’ গ্রুপের সেরা দল হিসেবে ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠলো চট্টগ্রাম আবাহনী।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, খেলার ২৫ মিনিটে চট্টগ্রাম আবাহনীকে এগিয়ে দেন রাকিব হোসেন। প্রথমার্ধের ইনজুরি টাইমে ব্যবধান দ্বিগুণ করেন আবাহনীর অধিনায়ক চার্লস দিদিয়ের। দ্বিতীয়ার্ধে কোনো দল গোলের দেখা পায়নি।
এতে দুই ম্যাচে দুই জয়ে পুরো ৬ পয়েন্ট পেলো চট্টগ্রামের দলটি। আর সমান ম্যাচে গ্রুপ রানার্সআপ বসুন্ধরা কিংসের সংগ্রহ ৩ পয়েন্ট। এদিকে, টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ব্রাদার্স ইউনিয়ন।