বিজয় দিবস ভলিবল প্রতিযোগিতায় আজ বুধবার তিনটি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
পল্টনস্থ শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ‘ক’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনী ২৫-২১, ২৫-১৯ ও ২৫-১২ পয়েন্টে (৩-০ সেটে) বিকেএসপিকে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট পায়। দুই ম্যাচে সেনাবাহিনীর সংগ্রহ ৬ পয়েন্ট। ‘খ’ গ্রুপের চতুর্থ ম্যাচে বাংলাদেশ বিমান বাহিনী ২৫-০৭, ২২-২৫, ২৫-১৭ ও ২৫-১৫ পয়েন্টে (৩-১ সেটে) বাংলাদেশ পুলিশকে পরাজিত করে। এদিকে ‘ক’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ৩০-২৮, ২৫-১৬ ও ২৫-১৩ পয়েন্টে (৩-০ সেটে) বাংলাদেশ জেলকে হারায়।
এবারের বিজয় দিবস ভলিবলে ১০টি দলের অংশ নিচ্ছে। প্রতিযোগিতা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।