এসএ গেমসের ফুটবলের শিরোপা অক্ষুন্ন রাখলো নেপাল। আজ মঙ্গলবার কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বিকেেল শুরু হওয়া ফাইনালের মহামঞ্চে ভুটানকে ২-১ গোলে পরাস্ত করে স্বাগতিকরা। এ নিয়ে চতুর্থবারের মতো এসএ গেমস-শিরোপা উল্লাসে মাতল নেপাল ফুটবল দল। প্রথমবার তারা জিতেছিল ১৯৮৪ সালে। এরপর ১৯৯৩ সালে ঢাকায় অনুষ্ঠিত গেমসের শিরোপাও তারা। গত আসরে ভারতের গোহাটিতে ফুটবলের স্বর্ণ আবারো জয় করে নেপাল।
গেমসের প্রায় সকল ডিসিপ্লিনের ফাইনাল শেষ হলেও ফুটবল ছিল আজ। স্বাগতিকরা ফাইনালে ওঠায় টিকিটের চাহিদা ছিল তুঙ্গে। টিকিটের দাম বাড়ানো নিয়ে প্রতিবাদ করছিলেন সমর্থকরা। স্থানীয় সাংবাদিকরা সেটা কাভার করতে গেলে পুলিশ তাদের প্রহৃত করেন। এর প্রতিবাদে নেপালী সাংবাদিকরা গেমসের সমাপনী বর্জনের হুমকি দেয়।
তবে ম্যাচ দেখতে ৩০ হাজার দর্শকধারণ ক্ষমতার স্টেডিয়াম কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে শুরুর আগেই। বিকেল সাড়ে চারটার মধ্যেই স্টেডিয়ামে প্রবেশের সকল দ্বার বন্ধ করে দেয়া হয়। অনেকেই টিকেট হাতে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। শুরু থেকেই ম্যাচটি আক্রমন-পাল্টা আক্রমনে উপভোগ্য হয়ে উঠেছিল। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা নেপাল ১৬ মিনিটেই এগিয়ে যায়। গোল করেন অভিষেক রিজাল (১-০)। উৎসবের রঙে মেতে উঠেন গ্যালারির দর্শকরা।
তবে ৩৭ মিনিটে তাদের সে উৎসব মিলিয়ে দেন ভুটানি স্ট্রাইকার গ্যালসেন (১-১)। দ্বিতীয়ার্ধে জয় সূচক গোল করে দলকে আনন্দে ভাসিয়ে দেন সুনিল বাল (২-১)।