এসএ গেমসের ইতিহাসে বাংলাদেশ কখনো হাই জাম্পে পদক জেতে নি। তবে আজ মঙ্গলবার এসএ গেমসে অ্যাথলেটিক্স ইভেন্ট মাঠে গড়ানোর দিনেই পদক পেয়েছে বাংলাদেশ। নৌবাহিনীর অ্যাথলেট মাহফুজুর রহমান শুভ হাই জাম্পে যৌথভাবে রৌপ্য জিতেছেন। শুভর হাত ধরে নতুন এক ইতিহাস রচিত হলো বাংলাদেশের।
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ২.১৬ মিটার উচ্চতায় লাফিয়ে রূপার পদক জেতেন তিনি। যা তার নতুন রেকর্ড। এর আগে জাতীয় চ্যাম্পিয়নশিপে তার ব্যক্তিগত সর্বোচ্চ উচ্চতা অতিক্রমের রেকর্ড ছিল ২.১৫ মিটার। এদিন সেটাকে ভেঙে তিনি নতুন রেকর্ড গড়ে রৌপ্য জিতেন। তার সঙ্গে যৌথভাবে ২.১৬ মিটার উচ্চতায় লাফিয়ে ভারতের চেতন বালাসাবও রূপার পদক জেতেন। আর ২.২১ মিটার লাফিয়ে স্বর্ণ জিতেন ভারতের অনীল কু সার্ভেস।
ডোপ টেস্ট শেষ করে শুভ বলেন, ‘ভারতে স্বর্ণ জেতার পর আমার আত্মবিশ্বাস বেড়েছে। সেই আত্মবিশ্বাস নিয়েই খেলেছি। আগে এক লাফে ভালো করলে পরেরটায় খারাপ করতাম। কিন্তু ভারতে স্বর্ণ জেতার পর আমি ধারাবাহিকতা ফিরে পেয়েছি। আমার বিশ্বাস ছিল যে আমি যদি নিজের সেরাটা দিতে পারি তাহলে একটা ফল আসবে।’