এসএ গেমস আর্চারিতে স্বর্ণপদক জেতা ইতি খাতুন বসবাসের জয় ৫ কাঠা জমি পেলেন। গতকাল সোমবার স্বর্নজয়ী এই তারকাকে সংবর্ধনা দেয় চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। নেপালে সদ্য সমাপ্ত ১৩তম দক্ষিণ এশিয়ান গেমসে স্বর্ণ জয়ের হ্যাটট্রিক করেন ইতি।
সোমবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাকে শুভেচ্ছা জানায় জেলা মহিলা ক্রীড়া সংস্থা, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন।
এসময় ইতি খাতুন তার সাফল্যের পেছনের গল্প শোনান উপস্থিত অতিথিদের। ভবিষ্যতে বাংলাদেশকে অলিম্পিকেও পদক এনে দেয়ার ইচ্ছের কথা জানান তিনি। পরে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ইতি খাতুনের পরিবারকে ৫ কাঠা জমি বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন।