ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের চার কর্মকর্তা বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলার সম্ভাবতা যাচাই করতে এসে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সঙ্গে আলাপ করেন।
আগামী বছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে প্রীতি ম্যাচ খেলার জন্য ম্যানচেস্টার ইউনাইটেডকে আমন্ত্রণ জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ম্যানইউর প্রতিনিধি দলে আছেন, দুই পরিচালক অ্যালান জন ডসন, ক্রিস্টোফার লরেন্স কোম্যান এবং দুই অফিসিয়াল ফিলিপ ম্যালকম স্মিথ ও ম্যাথু চার্লস জনস।
এরপর এই প্রতিনিধি দল বাফুফে ভবনে গিয়ে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গেও বৈঠক করেন। এ সময় উপস্থিত ছিলেন বাফুফে কর্মকর্তারা।