এসএ গেমসের আনুষ্ঠানিকতা শুরু হতে এখনও তিনদিন বাকী। তবে তার আগেই শুরু হয়ে গেছে নারী ভলিবলের খেলা। ছয় দলের এই প্রতিযোগিতায় বাংলাদেশকে ২৫-৯, ২৫-৯ ও ২৫-১১ সেটে পরাজিত করে শুভ সূচনা করেছে স্বাগতিক নেপাল।
নেপালের জাতীয় ক্রীড়া পরিষদের কভার্ড হলে বাংলাদেশের নারীদের ৩-০ সেটে হারায় নেপাল। ‘এ’ গ্রুপে বাংলাদেশর নারীরা আগামী ২৯ নভেম্বর তাদের শেষ ম্যাচ খেলবে শক্তিশালী ভারতের বিপক্ষে।