প্রিমিয়ার ডিভিশন কাবাডি লীগে বাংলাদেশ নৌ বাহিনী এবং প্রথম বিভাগ কাবাডি লীগে জুরাইন জনতা ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় আজ সোমবার কাবাডি স্টেডিয়ামে প্রিমিয়ার ডিভিশন কাবাডি লীগের ফাইনালে বাংলাদেশ নৌবাহিনী ৩৯-৩৭ পয়েন্টে বাংলাদেশ সেনা বাহিনীকে পরাজিত করে শিরোপা জেতে।
এদিকে, প্রথম বিভাগ কাবাডি লীগের ফাইনালে পয়েন্টের ভিত্তিতে জুরাইন জনতা ক্লাব চ্যাম্পিয়ন এবং দিয়া স্পোর্টিং ক্লাব রানার্সআপ হয়।
ফাইনাল শেষে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কৃত করেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এ সময় উপস্থিত ছিলেন স্পন্সর ওয়ালটেনর নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন এবং বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান গাজী মোজাম্মেল হক।