সার্ক দাবা চ্যাম্পিয়নশিপসের ওপেন বিভাগের চতুর্থ রাউন্ডের শেষে ভারতের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ নুবাইর শাহ শেখ পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। সাড়ে তিন পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে আছেন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, পাকিস্তানের আন্তর্জাতিক মাস্টার মাহমুদ লোদী, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, উতেন ও ভারতের সৌরথ বিশ্বাস।
এদিকে, মহিলা বিভাগের চুতর্থ রাউন্ডের খেলা শেষে শ্রীলংকার দারামপ্রিয়া দেবনেথমি পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন। সাড়ে তিন পয়েন্ট নিয়ে আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন দ্বিতীয় স্থানে রয়েছেন। তিন পয়েন্ট নিয়ে আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ তৃতীয় স্থানে রয়েছেন।
আজ বৃহস্পতিবার পুরানা পল্টনের ফারস হোটেল এন্ড রিসোর্টের নিউ সিন্দুরপুর হলে উভয় বিভাগের চুতর্থ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়।