এসএ গেমসে অংশ নিতে নেপালের রাজধানী কাঠমান্ডুতে পৌঁছেছে বাংলাদেশ ফুটবল ও শ্যুটিং দল। দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে ঢাকা ছাড়ে তারা।
নিয়মানুযায়ী ফুটবলে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল অংশ নেয়। তবে সিনিয়র দলের তিনজন খেলোয়াড় সেখানে খেলার সুযোগ পায়ে থাকেন। বাংলাদেশের হয়ে খেলবেন জামাল ভূঁইয়া, নাবীব নেওয়াজ জীবন এবং গোলরক্ষক আনিসুর রহমান জিকো।
আগামী ৩ ডিসেম্বর ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে গেমসে নিজেদের মিশন শুরু করবে বাংলাদেশ দল। কন্ডিশনের সাথে মানিয়ে নিতেই আগেভাবে ভুটান গেলো তারা। যদিও দলের সাথে ছিলেন না বাংলাদেশ কোচ জেমি ডে। ইংল্যান্ড থেকে আগামীকাল বৃহস্পতিবার দলের সাথে নেপালে যোগ দেবেন তিনি।