ওয়ালটন পঞ্চম কলেজ মহিলা রাগবি প্রতিযোগিতার প্রথম দিনে জয় পেয়েছে কমার্স কলেজ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, সরকারি কবি নজরুল কলেজ গাজিরচট এ.এম উচ্চ বিদ্যালয় ও কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ও কমলাপুর শেরে বাংলা রেলওয়ে স্কুল এন্ড কলেজ।
ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এই প্রতিযোগিতা উদ্বোধন করেন স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক মৌসুম আলীসহ অন্যান্যরা।
দিনের প্রথম ম্যাচে কমার্স কলেজ ১৫-০ পয়েন্টে হারায় ক্যাব্রিয়ান স্কুল এন্ড কলেজকে। দ্বিতীয় খেলায় সেন্ট্রাল উইমেন্স কলেজ ১০-০ পয়েন্টের ব্যবধানে হারায় ইম্পিরিয়াল কলেজকে। তৃতীয় ম্যাচে সরকারি কবি নজরুল কলেজ ৫-০ পয়েন্টের ব্যবধানে হারায় কমলাপুর শেরে বাংলা রেলওয়ে স্কুল এন্ড কলেজকে। চতুর্থ ম্যাচে গাজিরচট এ.এম উচ্চ বিদ্যালয় ও কলেজ ১৫-০ পয়েন্টে হারায় কমার্স কলেজকে। আর পঞ্চম ম্যাচে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ১০-০ পয়েন্টে হারায় ইম্পিরিয়াল কলেজকে। ষষ্ঠ ম্যাচে কমলাপুর শেরে বাংলা রেলওয়ে স্কুল এন্ড কলেজ ৫-০০ পয়েন্টে মির্জা আব্বাস মহিলা ডিগ্রী কলেজকে পরাজিত করে। এবারের প্রতিযোগিতায় তিনটি গ্রুপে ১০টি দল অংশ নিচ্ছে।