নারী কলেজ রাগবিতে গাজিরচট কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। আর হয়েছে কমার্স কলেজ। ধানমন্ডির সলুতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে প্রতিযোগিতার ফাইনালে, গাজিরচট এ.এম. উচ্চ বিদ্যালয় ও কলেজ ১০-৫ পয়েন্টে আদমজী ক্যান্টনমেন্ট কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
কবি নজরুল সরকারী কলেজ তৃতীয় ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজ চতুর্থ স্থান লাভ করে। সেরা খেলোয়াড় হন চ্যাম্পিয়ন গাজিরচট এ.এম. উচ্চ বিদ্যালয় ও কলেজের মিতা।
এর আগে, প্রথম সেমিফাইনালে গাজিরচট এ.এম. উচ্চ বিদ্যালয় ও কলেজ ৭-০ পয়েন্টে কবি নজরুল সরকারী কলেজকে পরাজিত করে। আর দ্বিতীয় সেমিতে, ঢাকা কমার্স কলেজ ৫-০ পয়েন্টে হারায় আদমজী ক্যান্টনমেন্ট কলেজকে। এদিকে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে, কবি নজরুল সরকারী কলেজ ১২-৫ পয়েন্টে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ দলকে পরাজিত করে।
খেলা শেষে আজ বুধবার বিজয়ী ও বিজিতদের মধ্যে পুরস্কার বিতরন করেন সাবেক ক্রীড়াবিদ ফরিদা আক্তার বেগম, ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) ও মিডিয়া পার্টনার এটিএন বাংলার উপদেষ্টা প্রশাসন মীর মোতাহার হাসান এবং বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক।