আইসিসি টেস্ট ক্রিকেটে ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে চার ধাপ এগিয়ে ২৬ নম্বরে উঠে এসেছেন বাংলাদেশের মুশফিকুর রহিম।
ভারতীয় পেসারদের তোপের মুখে দুই ম্যাচের টেস্ট সিরিজে একাই প্রতিরোধ গড়েছিলেন মিস্টার ডিপেন্ডবল। গোলাপি বলের টেস্টে তার ৭৪ রানের ইনিংসে ভর করে খেলাটা তৃতীয় দিনে নিতে পেরেছে বাংলাদেশ। তার প্রভাব পড়েছে মুশফিকের র্যাংকিংয়েও।
তবে কোনো র্যাংকিংয়েই নেই সাকিব আল হাসান। এক বছরের জন্য নিষিদ্ধ এই অলরাউন্ডার জায়গা হারিয়েছেন আইসিসি’র কোনো ফরমেটের র্যাংকিংয়ে।