ব্রিসবেনে পাকিস্তানকে ইনিংস ও ৫ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। ৩৪০ রানে পিছিয়ে থাকা পাকিস্তান আগের দিনের ৩ উইকেটে ৬৪ রান নিয়ে ব্যাট করতে নামে।
বাবর আজমের ১০৪ ও রিজওয়ানের ৯৫ রানের ইনিংসও তাদের পরাজয় ঠেকাতে পারেনি। দ্বিতীয় ইনিংসে ৩৩৫ রানে অলআউট হয় পাকিস্তান। তাতে ইনিংস ও ৫ রানে জয় পায় অস্ট্রেলিয়া।
এর আগে, প্রথম ইনিংসে পাকিস্তানের ২৪০ রানের জবাবে ৫৮০ রান করেছিল অস্ট্রেলিয়া। ম্যাচ সেরা হন অজি ব্যাটসম্যান মার্নাস ল্যাবুশানে।