প্রথমবারের মতো ভারতের বিপক্ষে পুর্ণাঙ্গ সিরিজ খেলতে দিল্লীতে গেলো বাংলাদেশ ক্রিকেট দল। তবে সেই দলের সঙ্গে সাকিব আল হাসান থাকতে না পারায় ব্যথিত ক্রিকেটাররা। দেশ ছাড়ার আগে তারা জানান, সাকিবের অভাব পুরন হবেনা, তবু তাদের চেষ্টা থাকবে সেরাটা দেয়ার।
গত সপ্তাহ জুড়ে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে যে ঝড় বয়ে গেছে, তার ত কতটা দাগ কেটেছে তা হয়তো সময়ই বলে দেবে। যদিও পেশাদার ক্রিকেটারদের যে কোন পরিস্থিতির জন্যই তৈরি থাকতে হয়। তবে যার উপর ভরসা করে বাংলাদেশ পরিকল্পনা সাজিয়েছিল হঠাৎ করে তার অনুপস্থিতি পাল্টে দিয়েছে সব হিসেব-নিকেষ। সফরে যাওয়া ক্রিকেটারদের বক্তব্যেও পরিস্কার, সাকিব-হারানোর বেদনা।
টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ক্রিকেটাররা সবসময় তার পাশে থাকবে। সে একটা ভুল করেছে। আমরা সব সময় তার পাশে আছি। তবে তিনি জানান, ভারতের সাখে খেলা এমনিতেই চ্যালেঞ্জিং আর গোলাপি বলে খেলাটা আরো চ্যালেঞ্জিং হবে।
ভারত সিরিজে প্রথমবারের মতো গোলাপী বলে খেলবে দল, দিবা-রাত্রির টেস্টের অভিজ্ঞতাও এই প্রথম হতে যাচ্ছে মুশফিকুর রহিমদের। ক্রিকেটাররা জানান এই চ্যালেঞ্জ নিতে মানসিকভাবে প্রস্তত তারা। মুশফিকুর রহিম জানান, সাকিব ছাড়া খেলা অবশ্যই চ্যালেঞ্জিং। চ্যালেঞ্জ হলো নিজেদের সেরা খেলা বের করে আনে। আমরা সেরাটা দেয়ার চেষ্টা করবো। মিথুন জানান, সবাই বেটার পারফরর্ম করতে চাই। সিরিজটা কঠিন হবে তবে আমরা চেষ্টা করবো ভালো খেলার। সবাই আশা করি সিরিজকে ইনস্পারেশন হিসেবে নিবে। আগে যেমন সাকিবকে ভালোবাসতাম, আমাদের সেই ভালোবাসা অটুট থাকবে।
টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা পনেরো ক্রিকেটার ঢাকা ছেড়েছেন। আর শুধু টেস্ট দলে থাকা অধিনায়ক মুমিনুল, মিরাজ, ইমরুলসহ সাত ক্রিকেটার দলের সঙ্গে যোগ দেবেন টেস্ট সিরিজের আগে।